বিশ্বকবি রবীন্দ্রনাথ-বিদ্রোহীকবি নজরুল

রবীন্দ্রনাথের (১৯৬১-১৮৪১) ৮০ বছরের জীবদ্দসায় ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩ টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তাঁর মৃত্যুর পরে প্রকাশিত হয়। সবমিলিয়ে তাঁর ৯৫টি ছোটগল্প, ২ হাজার ১ শ ৭৪ টি গান ও ২ হাজার ২ শ ৬৬ টি কবিতা লেখেন্। যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে ‘রবীন্দ্র রচনাবলী’ নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়েছে।

এছাড়াও তিনি প্রায় ২ হাজারেরও বেশি ছবি অঙ্কন করেছিলেন। রবীন্দ্রনাথের রচনাগুলো বিশ্বের বহু ভাষায় অনূবাদিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব,কবিগুরু ও বিশ্বকবি প্রভৃতি উপাধিতে ভূষিত করা হয়। এ বিশ্ববরেণ্য মহান মানুষটি ছিলেন একাধারেএকজন অগ্রণী বাঙালি কবি,ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা,নাট্যকার,চিত্রকর,ছোটগল্পকার, প্রাবন্ধিক,অভিনেতা, কণ্ঠশিল্পী, দার্শনিক সমাজসংস্কারক।

তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলিলেও অত্যুক্তি হবে না। তিনি পৃথিবীর ৩০টি দেশ ভ্রমণ করেন।
এদিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৯২০ সাল হতে ১৯৪২ সাল পর্যন্ত ২৩ বছরে তাঁর সব রচনা সামগ্রীর সঠিক হিসেব পাওয়া না গেলেও ২ হাজার ৮ শ গান, ৯শ কবিত, ১ শ টি প্রবন্ধ, ৫৫ টি গ্রন্থ, ২৫টি নাটক, ১৮ টি গল্প, ১শ ৯৪ গজল ও ইসলামী গান ও ৪ শ ৫০ টি শ্যামা সঙ্গীত রচনা করেন।

এর মধ্যে নার্গিসদের বাড়ি অবস্থান কালে ১ শ ২০ টি কবিতা ও ১ শ ৬০টি গান লিখেছেন্। বাংলা ভাষার সাহিত্য গগনে আর কোনো বাংলা ভাষার কবি বা সাহিত্যিক ২৩ বছরের এ অল্প সময়ে এতগুলো রচনাবলী রেখে গেছেন।

তিনি বাংলা সাহিত্য, কবিতায় সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দু’ বাংলাতেই তাঁর কবিতা, গান ও গজলে সমানভাবে সমাদৃত। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে ‘ বিদ্রোহী কবি ’নামে আখ্যায়িত করা হয়েছে।

তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। কাজী নজরুল ইসলাম বাংলা মননে, মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। তিনি একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার।

অগ্নিবীণা হাতে তাঁর প্রবেশ, ধূমকেতুর মতো তাঁর প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনের সব কাজেই “ বিদ্রোহী কবি ” হিসেবে আত্মপ্রকাশ। তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী বিশেষ মর্যাদার সঙ্গে উভয় বাংলাতে উদযাপিত হয়ে আসছে। তাই আজ শ্রদ্ধাভরে কবিকে স্মরণ করি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম চিকিৎসার প্রয়োজনে ইংল্যান্ড,ভিয়েনা, সোভিয়েট ও জার্মানী গিয়েছেন ।

আবদুল গনি ,
১৪ সেপ্টেম্বর ২০২৩

Share