বিশেষ শিশুদের জন্য শেখ হাসিনার অফুরন্ত ভালোবাসা: শিক্ষামন্ত্রী

‘মুজিববর্ষে শপথ করি,খেলাধুলায় জীবন গড়ি এই শ্লোগানকে সামনে রেখে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে আনন্দ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের সমাজে একটা সময় ছিলো বিশেষ চাহিদা সম্পন্নদের উপেক্ষা করা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা। বিশেষ শিশুদের জন্য শেখ হাসিনার অফুরন্ত ভালোবাসা। তাদের বাবা মাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা। আমাদের সকলের এই বাচ্চাদের স্নেহ দিতে হবে। আমাদের মানবিক হতে হবে। এমন আয়োজন সত্যিই প্রসংশিত। এসব আয়োজন বেশি বেশি করতে হবে। এদেরকে মূল ধারায় নিয়ে আসা,স্বাস্থ্য ও শিক্ষায় এদেরকে এগিয়ে নিতে হবে।’

জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন,চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী,অ্যাডঃ মজিবুর রহমান ভূইয়া,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল,জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন খান প্রমুখ।

এসময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া মাদক দ্রব্য অধিদপ্তরের সৌজন্যে শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ৪ জানুয়ারি ২০২২

Share