প্রথম ম্যাচেই নেপালের বিপক্ষে জয় ছিনিয়ে নিলো বাংলাদেশ। ৪০ ওভার ১ বলে ৬ ইউকেট হারিয়ে নেপাল ১৬৭ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ দল ১৮১ রান করে রোমাঞ্চকর জয় উপহার দেয় ।
মালয়েশিয়ায় ১০ নভেম্বর থেকে শুরু হওয়া অনূর্ধ্ব ১৯ ইয়ুথ এশিয়া কাপে শনিবার বাংলাদেশ মুখোমুখি হয় নেপাল এর সাথে। খেলায় ২ ইউকেটে রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিল বাংলাদেশ দল।
৪০ ওভার ১ বলে ৬ ইউকেট হারিয়ে নেপাল ১৬৭ রান সংগ্রহ করে জবাবে বাংলাদেশের ৪০ ওভারে ১৮১ রানের রিভাইস্ট টার্গেট নিয়ে মাঠে নামে নেপাল।
নির্ধারিত ওভার শেষ হওয়ার ১ বল বাকি থাকতেই হাতে ২ উইকেট রেখে জয়ের বন্দরে নোঙ্গর ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। বাংলাদেশ দলের আফিফ হোসেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন।
১৩ তম ওভার চলা কালে দলীয় ৪৭ রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়। ২১ তম ওভারে দ্বিতীয়, দলিয় ১০৪ রানের মাথায় ২৭ তম ওভারে তৃতীয়, ৩২ তম ওভারে চতুর্থ, ৩৩ তম ওভারে পঞ্চম উইকেটের পতন হয়।
এ সময় জয়ের আশা কেবল ফিকে হয়ে যাচ্ছিলো বাংলাদেশ । তবে পঞ্চম উইকেটে মাহিদুল ইসলামে এবং আফিফ হোসাইনের দুর্দান্ত ৪৮ রানের জুটি বাংলাদেশকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছে নাঈম হাসান।
এর আগে টসে জিতে বল করার সিদ্ধান নেয় বাংলাদেশ। গ্রুপ পর্বের এটিই বাংলদেশের প্রথম খেলা। বৃষ্টি বিরম্বনায় নির্ধারিত সময় সকাল সাড়ে নয়টার খেলে মাঠে গড়ায় সকাল এগার টার পর। মাঠ পরিদর্শন শেষে ৫০ ওভার থেকে ৭ ওভার কমিয়ে ৪৩ ওভারে খেলার সিদ্ধান্ত নেন আম্পায়ার।
গ্রুপের তৃতীয় ও বাংলাদেশের দ্বিতীয় খেলায় সোমবার মালয়েশিয়ার সাথে মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে মালয়েশিয়ায় বাংলাদেশের অনুর্ধ্ব ১৯ দল আইসিসি ট্রফি জিতে নেয়। দেশটিতে বসবাসরত ক্রিকেট প্রেমি প্রবাসীরা ও আশা করছেন এবার ও বাংলার দামাল ছেলেরা এশিয়া কাপ জিতবে।
বশির আহমেদ ফারক, মালয়েশিয়া থেকে:
: আপডেট, বাংলাদেশ ১১ : ৫৫ পিএম, ১১ নভেম্বর, ২০১৭ শনিবার
ডিএইচ