চাঁদপুর জেনারেল হাসপাতালে বিশুদ্ধ পানি প্লানের উদ্বোধন

আড়াই শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর আয়োজনে বিশুদ্ধ পানির প্লান স্থাপন ও বেডসিট, বালিশ প্রদান করা হয়েছে। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে হাসপাতালের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে স্থাপনকৃত বিশুদ্ধ পানির প্লানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মানুষকে বিশুদ্ধ পানি পান করানো একটি সৌভাগ্যের বিষয়।

চাঁদপুর জেলার সরকারি এই হাসপাতালে রোগীদের জন্য বিশুদ্ধ পানি ও সুপ্রিয় পানির অনেক সংকট রয়েছে। সেজন্য যারা হাসপাতালের রোগীদের জন্য বিছানা বালিশ প্রধান করেছেন এবং এই বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপন করেছেন আমি তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ তাদের কর্মকাণ্ড নিয়ে আমার কাছে গিয়েছিলো। আমি তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে সদর হাসপাতালের রোগীদের জন্য তাদের সংগঠন থেকে কিছু করা যায় কিনা। তারই প্রেক্ষিতে তারা সিভিল সার্জনের সাথে আলাপ করে হাসপাতালে বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপন করেছেন।
তারা যেনো এ ধরনের ভালো কাজ খুঁজে খুঁজে করতে পারেন সে জন্য তাদেরকে আমি উৎসাহ ও ধন্যবাদ জানাচ্ছি।

পাশাপাশি সমাজে যারা বিত্তবান রয়েছে তারা যেনো এ ধরণের ভালো কাজে এগিয়ে আসেন। কিভাবে মানুষের সেবা করা যায় এবং মানুষের নানা দুর্ভোগ লাঘব করতে এ ধরনের ভালো কাজ বেশি, বেশি করতে এগিয়ে আসেন সেজন্য আমি তাদের প্রতি আহবান জানাচ্ছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমাম হাসান রাসেল পাটোয়ারী, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী জেলা শাখার সভাপতি লায়ন মফিজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক লায়ন আরমান চৌধুরি, প্রধান সমন্বয়কারী লায়ন জাকির হোসেন, কোষাধক্ষ্য লায়ন ফয়সাল আহমেদ, সাবেক সভাপতি লায়ন জিকরুল আহসান, লায়ন সাকি কাউসার, লায়ন কিশোর সিংহ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মিজানুর রহমান ভুঁইয়া, যুগ্ম কোষাধক্ষ্য লায়ন গোলাম হোসেন টিটু, লায়ন সাখাওয়াত খান, সদস্য লায়ন পারভেজ মজুমদার, লায়ন সজীব দেবনাথসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জানা যায় লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালির তত্ত্বাবধানে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ১০টি বেড সিট এবং ৫০ টি বালিশ ও রোগীদের জন্য এই বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপন করা হয়েছে। বিশুদ্ধ পানির এই প্ল্যান্টি প্রতিদিন গড়ে ১ হাজার লিটার বিশুদ্ধ পানি উৎপাদন করা হবে বলে জানা গেছে।

প্রতিবেদকঃ কবির হোসেন মিজি

Share