বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা গাজী মুক্তারের মা আর নেই

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিশিষ্ট শিল্পপতি ও সমাজ উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গাজী মুক্তার হোসেন ও জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম গাজীর গর্ভধারনী মাতা মিসেস তাছলিমা বেগম শনিবার (৮ অক্টোম্বর) দেড়টার সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি… রাজিউন) সে জাহিরাবাদ গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোঃ নুরুল ইসলামের সহধর্মিনী। মৃত্যুকালে তিনি স্বামী, ৫ ছেলে ও মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।

৯ অক্টোবর রোববার বিকেল ২ টার সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যারয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক বরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা নামাজের পূর্বে মায়ের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলার বিশিষ্ট শিল্পপতি ও সমাজ উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তÍুতি কমিটির সদস্য গাজী মুক্তার হোসেন ও জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম গাজী।

উক্ত জানাজা নামাজে অংশ গ্রহণ করেন, উপজেলার ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ফতেপূর পূর্ব ইউনিয়ন আ’লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, ছেংগারচর পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী মনির হোসেন বেপারী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের মতলব উত্তর উপজেলার সদস্য পদপ্রার্থী হাতি প্রতীক মিনহাজ উদ্দিন খান, উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তÍুতি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লা,কলাকান্দা ইউপি চেয়ারম্যান আঃ ছোবহান সরকার সুভা, আ’লীগ নেতা বোরহান চৌধুরী,এখলাছপুর ইউপির চেয়ারম্যার মফিজুল ইসলাম মুন্না ঢালী,মেহনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইব্রাহিম,মেঘনা ধনাগো পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থী তালা প্রতীক সরকার মোঃ আলাউদ্দিন, মতলব উত্তর উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম প্রধান, এ্যাড সেলিম মিয়া, ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার খোকন প্রধান, ছাত্র লীগ নেতা রহমত উল্লাহ লিখন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান কাজল,দূর্গাপুর ইউনিয়ন যুবলীগ নেতা ইউসুফ জামিল, ছেংগারচর পৌর যুবলীগ নেতা বাদল ঢালী,রেজাউল করীম ডেঙ্গু,সোহেল রানা, আল-আমিন বেপারী,পৌর ছাত্রলীগ নেতা আরমান কাজীসহ উপজেলা ও ছেংগারচর পৌরসভার আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা জানাজায় অংশ গ্রহণ করেন। জানাজা নামাজে ইমামতি করেন ফরাজীকান্দি ওয়েসয়িা দরবার শরীফের পীর সাহেব কেবলা হযরত মাওলানা মাসউদ আহম্মেদ আল রেফায়ী।

এদিকে মতলব উত্তর উপজেলার বিশিষ্ট শিল্পপতি ও সমাজ উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গাজী মুক্তার হোসেন ও জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম গাজীর গর্ভধারনী মা মিসেস তাছলিমা বেগমের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্য্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকশন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নিজস্ব প্রতিবেদক, ৯ অক্টোবর ২০২২

Share