দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বিজয়ী হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ৭ জানুয়ারি রোববার বেসরকারি সূত্রে এ তথ্য জানা যায়। চাঁদপুর-৩ আসনে নির্বাচনে লড়েছেন ৭ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. দিপু মনি ১৬৫টি কেন্দ্রে ১ লাখ ৯ হাজার ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজয়ী ডা. দিপু মনির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মীর সামসুল আলম ঈগল প্রতীকে পেয়েছেন মাত্র ২৪ হাজার ১৮৩ ভোট।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী চাঁদপুর-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ৯৩২ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৩৭ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজর ৮৯৩ জন।
স্টাফ করেসপন্ডেট, ৭ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur