Home / উপজেলা সংবাদ / কচুয়া / বিল্লাল হোসেন মজুমদারের মনোনয়ন দাখিল
মনোনয়ন

বিল্লাল হোসেন মজুমদারের মনোনয়ন দাখিল

কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী বিল্লাল হোসেন মজুমদার মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার উপজেলা বিআরবির কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সভাপতি করইশ পশ্চিমপাড়া কৃষক সমবায় সমিতির ম্যানেজার ও কেন্দ্রীয় সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন মজুমদার মনোনয়নপত্র দাখিল করেন।

সহ-সভাপতি পদে করইশ পূর্বপাড়া কৃষক সমবায় সমিতির মো. জাকির হোসেন, সদস্য পদে ১নং ব্লকে আলমগীর হোসেন চৌধুরী, ২নং ব্লকে কামাল উদ্দিন, ৩নং ব্লকে আবদুল আজিজ, ৪নং ব্লকে ইমাম হাছান ও খোরশেদ অলম, ৫নং ব্লকে সফিকুল ইসলাম ও ৬নং ব্লকে মো. মনির হোসেনসহ মোট ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এক প্রতিক্রিয়ায় সভাপতি প্রার্থী বিল্লাল হোসেন মজুমদার বলেন আমাকে নির্বাচিত হলে সমিতির অনাদায়ী ঋন আদায় সহ সমিতির উন্নয়নে কাজ করবো। সকল অকার্যকর সমতিতি চালু করে সকল কৃষকদের উন্নয়নে কাজ করবো। আমি সকলের সহযোগীতা কামনা করছি।

প্রসঙ্গত যে, প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই ৫ মে, প্রতীক বরাদ্ধ ১৯ মে ও ভোট গ্রহন ২৮ মে অনুষ্ঠিত হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ মে ২০২৫