জাতীয়

‘আলাদা বিমান কেনার মতো বিলাসিতা করার সময় আসেনি’

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আলাদা এয়ারক্রাফট কেনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন এয়ারক্রাফটের কোনো প্রয়োজন নাই। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর আলাদা এয়ারক্রাফট কেনার বিলাসিতা করার মতো সময় আমাদের আসেনি।

ওয়াটার সামিট ২০১৬ উপলক্ষে চার দিনের হাঙ্গেরি সফরের ওপর গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শনিবার(৩ ডিসেম্বর) তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য নতুন এয়ারক্রাফট কেনার মতো বিলাসিতা করার সময় আসেনি। গরিবের ঘোড়া রোগ বলা হয় না- ঘোড়া পালতেও অনেক খরচ, সেটা আমরা চাই না। সাধারণ মানুষ যেটাতে চড়ে, আমরাও সেটাতেই চড়ব।

নির্দিষ্ট কারও জন‌্য নয়, যাত্রীদের জন‌্য বিমানকে আধুনিকায়নের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সংস্থা বিমানের উন্নয়নে তার সরকারের নেওয়া নানা পদক্ষেপও তুলে ধরেন।

সম্প্রতি হাঙ্গেরি যাওয়ার পথে তুর্কেমেনিস্থানে বিমানের জরুরি অবতরণের বিষয়টিকে নিছক দুর্ঘটনা হিসেবেই দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিমানের যান্ত্রিক ত্রুটি নিছক দুর্ঘটনা।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৭ :০০ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৬, শনিবার
এইউ

Share