Home / জাতীয় / রাজনীতি / বিরোধীদলের ‘স্পেস’ নেই : মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

বিরোধীদলের ‘স্পেস’ নেই : মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘আমরা যারা ভিন্ন চিন্তা, বা গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধীদলের ভূমিকা পালন করি তাদের কোনো ‘স্পেস’ নেই। আমরা কোনো সভা করতে পারি না। এমনকি জেলা শহরগুলোতেও সভা করতে দেয়া হয় না।’

বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের যৌথসভা শেষে বেলা সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফিং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘মুক্তচিন্তা করার অধিকার থেকে আজ বাংলাদেশের মানুষ বঞ্চিত। একাত্তরে যে চেতনা নিয়ে যুদ্ধ করতে হয়েছিল, সে যুদ্ধ আমাদের আজো করতে হচ্ছে।

ফখরুল বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মী এখন জেলে আছেন। বিভিন্ন পৌরসভায় আমাদের নির্বাচিত মেয়রদের নানা অজুহাতে বরখাস্ত করা হচ্ছে। গণতন্ত্রের নামে এ ধারা চলতে পারে না।
নিউজ ডেস্ক ।। আপডেট : ০১:৪০ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার

ডিএইচ