Home / জাতীয় / আগামি মাসে পলিথিনের বিরুদ্ধে অভিযান শুরু : পরিবেশ উপদেষ্টা
rizwan ==

আগামি মাসে পলিথিনের বিরুদ্ধে অভিযান শুরু : পরিবেশ উপদেষ্টা

আগামি মাস থেকে পলিথিনের বিরুদ্ধে অভিযান শুরু করার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার ২১ আগস্ট দুপুরে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন,‘আপনি যে দোকানেই যান,ওই দোকান থেকেই পলিথিন ব্যাগ কিনে আনেন। আমি আপনিও বলি না পলিথিন ব্যাগ দিচ্ছেন কেন, এটা তো নিষিদ্ধ। আমরাও তো হাতে করে নিয়ে আসি। মার্কেটগুলোতে গিয়ে পলিথিন ব্যাগগুলো প্রথমে আমরা বলব ১৫-২০ দিন তারপর আমরা অভিযানে যাব। এগুলো আপাতত সিদ্ধান্ত। ‘

কবে থেকে অভিযান শুরু হবে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন,‘ ওই তারিখ এখনো নির্ধারিত হয়নি। কারণ এর সাথে আরো কয়েকটি সংস্থা সম্পৃক্ত। এখন সবাই একটা আন্দোলনের মুডে আছে। সবাই সবার দাবি পেশ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওইদিকে ব্যস্ত আছে। সেপ্টেম্বরের মধ্যেই আপনারা কার্যক্রমের শুরু দেখতে পারবেন । ‘

বায়ু দূষণ একদিনে সমাধান হবে না জানিয়ে রিজওয়ানা হাসান বলেন,‘ কিন্তু এ শীতের আগে যেন বায়ু দূষণের কয়েকটি উৎসকে নিয়ন্ত্রণ করতে পারি। সেজন্য বিস্তারিত কর্মপরিকল্পনা করছি। নির্মাণ কাজ আর অনুমোদন দেয়া হবে না। যদি তারা বায়ুদূষণ প্রশমনের পরিকল্পনা ও টাকা যদি না দেখায়। সেগুলো মনিটরিংয়ের ক্ষেত্রে আমরা কথা বলতে পারি।’

চাঁদপুর টাইমস রিপোর্ট
২১ আগস্ট ২০২৪
এজি