চাঁদপুরে মতলব উত্তরে ধরা পড়ল বিরল প্রজাতির প্রাণী। মঙ্গলবার বিকালে কুকুরের তাড়ায় এটি দোকানের মধ্যে উঠে পড়ে। পরে স্থানীয়রা এটি ধরে আটকে রাখে।
জানা যায়, মঙ্গলবার বিকালে উপজেলার হরিনা চৌরাস্তায় এলাকায় কয়েকটি কুকুর বিরল প্রজাতির প্রাণীটিকে তাড়া করে। এটি দৌড়ে একটি দোকানের বিতরে প্রবেশ করলে স্থানীয় লোকজন আটকে ফেলে। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে পাঠানো হয়েছে।
এটিকে কেউ বলছে বাঘের শাবক, কেউ বলছে চিতা বাঘের শাবক, আবার কেউ বলছে চিতা বিড়াল।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা ফারুক হোসেন বলেন, দেখতে চিতা বাঘের শাবকের মতো হলেও এটি একটি চিতা বিড়াল। এটি শনাক্ত করার জন্য ঢাকা ছবি পাঠিয়েছি। ডা. আহসান হাবিব শামীম এটিকে চিতা বিড়াল বলে শনাক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, চিতা বিড়াল একটি বিরল প্রজাতি। এটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে পাঠানো হয়েছে।
মতলব প্রতিনিধি,৩০ জুন ২০২১