চাঁদপুরের কচুয়ায় বিয়ের ৭দিনের মাথায় প্রকাশ চন্দ্র সরকার (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার উপজেলার নাহারা গ্রামের পূর্বপাড়া মতিলাল সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চাঁদপুরের মর্গে প্রেরন করেছে।
নিহত যুবক প্রকাশ চন্দ্র সরকার দুমাস পূর্বে ওমান থেকে দেশে ফিরে আসেন এবং ৯র্মাচ দাউদকান্দি বুরবুড়িয়া গ্রামে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
নিহতের বাবা নিরঞ্জন সরকার ও ভাই সজল সরকার বলেন, প্রকাশ চন্দ্র সরকার কিছু দিন আগে নতুন বিয়ে করেন। মঙ্গলবার তার শ্বশুর বাড়িতে আমরা স্ব-পরিবারে বেড়াতে যাই এবং রাতে নিজ বাড়িতে ফিরে এসে খাওয়া-ধাওয়া করে সকলে ঘুমিয়ে পড়ি। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তার কারণ জানেননি পরিবারের সদস্যরা এবং কারো প্রতি কোনো অভিযোগ নেই বলেও জানান। তবে স্থানীয়রা ঋনগ্রস্থ হওয়ার কারণে তিনি আত্মহত্যা করতে পারে বলে ধারনা করছেন।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur