বিয়ের গেট খুলতে গিয়ে উপর থেকে নিচে পড়ে মোবারক হোসেন মিজি (৫০) নামে এক শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার সকালে মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া ভাগ্যগো মোড় এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন ফরিদগঞ্জ উপজেলার সেকদী গ্রামের করিম মিজির ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত মোবারক হোসেন দীর্ঘদিন ধরে মতলব পানির ট্যাংকি এলাকার শাহিনা ডেকারেটরে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায় তিন বছর ধরে তিনি এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের সাজসজ্জার কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে মোবারক হোসেন বোয়ালিয়া ভাগ্যগো মোড় এলাকার একটি বিয়ে বাড়িতে সাজসজ্জার কাজ শেষে গেট খুলতে উপরে উঠেন। এসময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
তার পরিবার সূত্রে জানা যায়, মোবারক হোসেনের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। প্রতিদিনের মতো সকালে কাজের জন্য বের হয়েছিলেন তিনি। কিন্তু দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন চাঁদপুর সদর হাসপাতালে এসে তাকে আর জীবিত অবস্থায় পাননি।
এদিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করেন। পরে থানা পুলিশ মরদেহের সুরুতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়।
নিহতের মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১১ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur