স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা :
এয়ার ভাইস মার্শাল আবু এসরারকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১২ জুন বিকেলে তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন। এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর স্থলাভিষিক্ত হবেন তিনি।
বিমান বাহিনী প্রধানের পদ থেকে ইনামুল বারী অবসরে যাবেন ১২ জুন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, তিন বছরের জন্য আবু এসরারকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এয়ার ভাইস মার্শাল আবু এসরারকে এয়ার মার্শাল পদে পদোন্নতি ১২ জুন বিকেলে কার্যকর হবে।
শুক্রবার ০৫ জুন ২০১৫ : ১২:১৪
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur