Home / আন্তর্জাতিক / বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়াল সৌদি
করোনা ভাইরাস

বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়াল সৌদি

করোনাভাইরাসের নতুন প্রজাতি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। সেটির সংক্রমণ ঠেকাতে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করেছিল সৌদি আরব।

আজ থেকে সেই নিষেধাজ্ঞা আরও একধাপ বাড়িয়েছে দেশটি। রোববার রাতে বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। খবর খালিজ টাইমসের

বেশ কয়েকটি ইউরোপীয় দেশগুলিতে কোভিড -১৯ এর নতুন পরিবর্তিত রূপের সন্ধান মেলার পর গত রবিবার এক সপ্তাহের জন্য স্থল, বিমান এবং সমুদ্র বন্দর বন্ধ করে দিয়েছিল সৌদি।

সৌদির জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন (জিএসিএ) বিদেশিদের বহন করার জন্য ফ্লাইট পরিচালনা করার অনুমতি দিয়েছে। এক্ষেত্রে অনুমতিপ্রাপ্ত বিমান পরিষেবাসংস্থাগুলো চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে পারবে।

তবে চার্টার্ড ফ্লাইট পরিচালনার জন্য শর্ত দিয়েছে সৌদি। শর্ততে বলা হয়েছে, বিদেশি যাত্রীদের নিতে আসা বিমানের ক্রুরা বিমান থেকে নামতে পারবেন না এবং শারীরীকভাবে গ্রাউন্ড বা অপারেশন কর্মীদের সঙ্গে মিশতে পারবেন না।

এছাড়া যেসব দেশে করোনার নতুন প্রজাতির সন্ধান মিলেছে সেসব দেশের বিমানগুলোকে চাটার্ড ফ্লাইটেরও অনুমতি দেয়া হবে না।

আন্তর্জাতিক ডেস্ক,২৮ ডিসেম্বর ২০২০