জঙ্গলে, বাড়িতে বহু জায়গায় এর আগে সাপ দেখা গেছে, কিন্তু বিমানে সাপ দেখেছেন কখনও? মেক্সিকোর এক বাণিজ্যিক উড়ানে এই বিরল দৃশ্যের সাক্ষী রইল সেই বিমানের যাত্রীরা।
কার্যত বিমানের ভেতরের অবস্থা দেখে সে সময় মনে হয়েছিল কোনও হলিউডি ছবির শ্যুটিং চলছে। সাপটিকে দেখা গিয়েছে এরোমেক্সিকো বিমানে, যখন বিমানটি টরিয়ন থেকে মেক্সিকো সিটিতে আসছিল।
হঠাতই বিমানের লাগেজ বিন থেকে উঁকি মারে সেই সরীসৃপটি। সেই মুহূর্তের ছবি তুলে নেন বিমানের এক যাত্রী।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সাপটি প্রায় এক মিটার লম্বা ছিল। লাগেজ বিন থেকে উঁকি দিতে গিয়ে হঠাতই সেই সরীসৃপটি মাটিতে পড়ে যায়, আতঙ্কিত হয়ে পড়েন বিমানযাত্রীরা।
আতঙ্কিত বিমানযাত্রীরা নিজেদের ব্ল্যাঙ্কেটের আড়ালে ঢেকে ফেলেন।
বিমানটিকে মেক্সিকো সিটিতে অবতরণের অনুমতি দেওয়া হয়। তারপর সেখানে এসে উদ্ধারকারী দল সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সূত্র-এবিপি
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৬ : ০০ পিএম, ৮ নভেম্বর ২০১৬, মোঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur