মতলব উত্তর

রাতের আঁধারে বিভিন্ন প্রজাতির গাছ কেটে দিল দুর্বিত্তরা

চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার রুহিতারপাড় গ্রামের রুহুল আমিন মিয়াজীর ছেলে মো. সোহেল মিয়াজীর পরিত্যাক্ত বাড়িতে রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছের চারা রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বিত্তরা।

সোমবার (৩ মার্চ ) রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. সোহেল মিয়াজীর বাদী হয়ে মতলব উত্তর থানায় সাধার ডায়েরী (জিডি) করেন।

মো. সোহেল মিয়াজী বলেন, গত ৬ বছর আগে আমরা পুরাতণ বাড়ি ছেড়ে নতুন বাড়িতে চলে আসি। পরিত্যাক্ত পুরাতণ বাড়িতে মেহগনি, কড়ই, আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করি। ৩ মার্চ রাতে কে বা কাহার শত্রুতা করে বাগানের কাটা তারে বেষ্টিত বেড়া ও পিলার ভেঙ্গে গাছগুলো কেটে ফেলেছে।

তিনি আরো বলেন, আজ তারা রাতের আঁধারে গাছ কেটেছে। কালে যে আমাদের ক্ষতি করবেনা তার কি বিশ^াস আছে? এ বিষয় চিন্তা করেই থানায় জিডি করেছি।

প্রতিবেদক-খাঁন মোহাম্মদ কামাল
।। আপডটে,বাংলাদশে সময় ০৮ : ৫০ এএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার

এইউ

Share