“দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার অঙ্গীকার। এ শ্লোগানকে ধারন করে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি চাঁদপুর জেলা শাখা।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি, জনগণের ভোটের অধিকার, আইনের সুশাসন ফিরিয়ে আনতে যুগপৎ আন্দোলনের নিরদলীয় নিরপেক্ষ সরকার গঠনসহ কয়েক দফা দাবি নিয়ে তারা এ বিক্ষোভ মিছিল করেন।
২৪ ডিসেম্বর শনিবার বিকেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি চাঁদপুর জেলা শাখার কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের কয়েকটি সড়ক পদক্ষীন করে পুনারায় সেখানে গিয়ে তা সমাপ্ত হয়।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মনজুর হোসেন খান ও সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি চাঁদপুর সদর উপজেলা কমিটির সভাপতি আলমগীর ঢালী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, চাঁদপুর পৌর কমিটির সভাপতি মোঃ সুমন গাজী, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক কাউসার শেখ, জেলা কমিটির প্রচার সম্পাদক আবু তাহের সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিবেদক: কবির হোসেন মিজি,২৪ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur