সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় গণিত ও কম্পিউটার বিষয়ে ( গ্রুপ-ক) চট্রগ্রাম বিভাগীয় পর্যায়ে চাঁদপুর জেলার হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাসনিম মারিয়া প্রথম স্থান অধিকার করেছে ।
গত ২৪ মার্চ চট্রগ্রাম ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমীনের কাছ থেকে ১ম স্থান অধিকারী শিক্ষার্থী তাসনিম মারিয়ার পুরস্কার গ্রহন করেন ।
ব্যাপারে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত ) মোঃ শফিউদ্দিন গতকাল শুক্রবার জানান, গণিত ও কম্পিউটার বিষয়ে ( গ্রুপ ক)বিভাগীয় পর্যায়ে তাসনিম মারিয়ার প্রথম হয়েছে । এটা চাঁদপুর বাসীর জন্য গর্বের বিষয় ।
এখন জাতীয় পর্যায়ে সে প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পেলো । আশা করি সেখানেও সে ভালো করবে । তার জন্য শুভ কামনা রইলো ।
তাসনিম মারিয়ার পিতা মোহাম্মদ মাকছুদুর রহমান হাজীগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক (রাস্ট্র বিজ্ঞান) পদে কর্মরত ।
মাতা ফাতেমা বেগম হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পদে কর্মরত ।
এদিকে জানা গেছে , সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় বিজ্ঞান বিষয়ে (খ গ্রুপে ) চট্রগ্রাম বিভাগীয় পর্যায়ে হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তার ভাই সিফাত আহমাদ দ্বিতীয় স্থান অধিকার করেছে ।
: আপডেট ১১:০৯ পিএম, ২৫ মার্চ ২০১৬, শুক্রবার
ডিএইচ