চাঁদপুর

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন চাঁদপুরের এডিসি আব্দুল হাই

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নাগরিক সেবা বাস্তবায়নকারীর পুরস্কার অর্জন করেছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি- রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই।

সোমবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্রান্ডিং মেলার সমাপনী দিনে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ নাগরিক সেবা বাস্তবায়নকারীর পুরস্কার গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।

পুরস্কার পেয়ে এক প্রতিক্রিয়ায় আব্দুল হাই জানান, ‘এ পুরস্কার চাঁদপুরবাসীকে আরো বেশি সেবা প্রদানে আমাকে অনুপ্রাণিত করবে ।’

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হাই চাঁদপুরের সামাজিক সংগঠন ও পৌরসভাকে সাথে নিয়ে সম্প্রতি ‘ক্লিন চাঁদপুর, গ্রিন চাঁদপুর’ কর্মসূচি হাতে নিয়ে আলোচনায় আসেন। এ কর্মসূচিটি চাঁদপুরের সামাজিক অঙ্গনে বেশ সাড়া পড়েছে এবং এটি বাস্তবায়নে পথে।

এর বাইরে আইসিটিতে নাগরিক সেবা প্রদান, ফেসবুকে নাগরিক সমস্যা সমাধান, শিক্ষা বিভাগের উন্নয়নসহ একাধিক সেবামূলক কাজে চাঁদপুরবাসী ভূয়সী প্রশংসা অর্জন করেছেন তরুণ এ কর্মকর্তা।

এদিকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্রান্ডিং মেলায় চাঁদপুর জেলার উপস্থাপন বিষয় ছিল ফেসবুকের মাধ্যমে নাগরিক সমস্যা সমাধান। জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল এটি উপস্থাপন করেছেন ।

এছাড়া চট্টগ্রাম ডিজিটাল উদ্ভাবনীও জেলা ব্রান্ডিং মেলার দ্বিতীয় দিনে সোমবার ইলিশের বাড়ি চাঁদপুরের স্টল পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জনাব মো. রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।

প্রতিবেদক- দেলোয়ার হোসাইন
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ৩০ এএম, ২৪ জানুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share