কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ কর্তৃক নির্দেশিত বিভাগীয় শান্তি সমাবেশ উপলক্ষে চাঁদপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন সোমবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাইফুল ইসলাম শাহিন পাটওয়ারী।
তিনি বলেন, যারা যুবলীগ করেন, তারা সতর্ক থাকবেন। আগামীতে কঠিন সময় আসছে। যুবলীগের প্রতিটা ননেতা-কর্মীকে রাজপথে থাকতে হবে। আগামী ১৪ জুন যুবলীগের শান্তি সমাবেশ সফল করার লক্ষে জেলা যুবলীগ, সদর ও পৌর যুবলীগের ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, আমাদের নেতৃত্বে অভাব রয়েছে। চাঁদপুরে যুবলীগের অনেক নেতা-কর্মী পেটের দায়ে বিদেশে চলে গেছেন। যুবলীগের অসচ্ছল নেতা-কর্মীদের প্রতি সকলের হাত বাড়িয়ে দিতে হবে। দলের মধ্যে দীর্ঘ দিন যাবৎ যারা ত্যাগ স্বীকার করেছে, আগামী নেতৃত্বে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। কারণ চাঁদপুরের রাজনীতিতে তাদের অবদান রয়েছে।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য অ্যাড. জাফর ইকবাল মুন্না, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. রাসেল মিজি ও কামরুল হাসান শিপন, আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ও যুগ্ম আহ্বায়ক প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি,
চাঁদপুর পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর মো. আব্দুল মালেক শেখের সভাপতিত্বে এবং সদর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন পাটওয়ারী বাবু, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম মিয়াজী, পৌর আওয়ামী যুবলীগের সদস্য কাউন্সিলর অ্যাড. কবির চৌধুরী, বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ সাহাব উদ্দিন গাজী, পৌর ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোঃ মোবারক হোসেন বেপারী, ২নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম নজু প্রমুখ।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১২ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur