চীনে দিন দিন বাড়ছে বিবাহ বিচ্ছেদ প্রবণতা। কোনো ভাবেই ঠেকাতে পারছে না দেশটির সরকার। এবার বিবাহ বিচ্ছেদ ঠেকাতে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ। লিখিত পরীক্ষায় নির্ধারিত নাম্বার পেলেই বিবাহ বিচ্ছেদের মত সিদ্ধান্ত নেওয়া যাবে।
চীনা গণমাধ্যমের খবরে বলা হয়, ডিভোর্স রেজিস্ট্রি অফিসকে স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ কার্যকরের আগে এ পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। দুই পৃষ্ঠায় মোট ১৫টি প্রশ্নের উত্তর দিতে হবে বিবাহ বিচ্ছেদে ইচ্ছুক দম্পত্তিকে।
বিভিন্ন প্রশ্নের শূন্যস্থান পূরণ করতে হবে। একশ নাম্বারের এ পরীক্ষায় যদি তারা ৬০ নাম্বারের বেশি পান তাদের বিয়ের বহাল রাখার নির্দেশ দেওয়া হবে। আর যদি ৬০ নাম্বার থেকে কম পান তাহলে বুঝতে হবে তাদের সম্পর্ক চরম ঝুঁকির মুখে রয়েছে।
নিউজ ডেস্ক :
আপডেট, বাংলাদেশ সময়১২:২০ পি.এম, ১০ জুন২০১৮,রোববার
কে.এইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur