Home / চাঁদপুর / ‘বিবাহ নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে হবে’
‘বিবাহ নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে হবে’

‘বিবাহ নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে হবে’

চাঁদপুর জেলার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি ও জেলার সর্বজনিন জন্ম নিবন্ধন টাস্ক ফোর্সের একাধিক সভা রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় থেকে পর্যায়ক্রমে জেলা প্রশাসকের মাধুবী মিনি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভাগুলোতে সর্বসম্মতিক্রমে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় সভাপতি বক্তব্যে স্থানীয় সরকারের উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান বলেন, শতভাগ বিবাহ নিবন্ধন নিশ্চিত করতে হবে। আমরা চাই বাল্য বিবাহ বন্ধ হউক, বাল্য বিবাহ বন্ধ করে সকলকে সমাজ সেবায় এগিয়ে আসতে হবে। সমাজে ইভটিজিং, মাদক, বাল্য বিবাহসহ নানা ধরনের অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে।

যৌতুক একটি মহা অভিশাপ এর বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। সমাজসেবায় সকলকে এক সাথে কাজ করে দেশের উন্নয়নের কাজে সকলকে এগিয়ে আসতে হবে।

সভায় বক্তব্য রাখেন,সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক ফেরদাউস আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সামছুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিন,শিশু বিষয়ক কর্মকর্তা কর্মকর্তা কাউচার আহমেদ, বিআরডিবি উপ-পরিচালক জুয়েল আহমেদ, চাঁদপুর জেলা তথ্য অফিসার মো. নুরুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুভাষ রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রামার সাজিয়া আফরিন, মতলব উত্তর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

‘বিবাহ নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে হবে’

About The Author

আনোয়ারুল হক

: আপডেট ৮: ৩৫ পিএম, ১০ মার্চ  ২০১৬, রোববার

ডিএইচ

Leave a Reply