বিপৎসীমার ওপরে যমুনা নদীর পানি

উজানের ঢলে কয়েক দিন ধরে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯৩ মিটার। 

১২ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফলে ভাঙনকবলিত চৌহালী উপজেলার চরাঞ্চলের নিচু জমিগুলো তলিয়ে মানুষের ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ২১৯০ পরিবার। তারা অসহায় জীবনযাপন করছে। দফায় দফায় পানি বাড়ার ফলে এ অঞ্চলে ফসলের চাষাবাদও ব্যাহত হচ্ছে।  

চৌহালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেকমত আলী জানিয়েছেন, ইতোমধ্যে এ উপজেলার ২১৯০ পরিবারের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব পরিবারের তালিকা তৈরি করে জেলা অফিসে পাঠানো হয়েছে।  

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, আসামে প্রচুর বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে।

টাইমস ডেস্ক/৩১ আগস্ট ২০২৩

Share