ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন মরিয়ম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. বেলায়েত হোসেন। কাস্টমস সম্পাদক হিসেব নির্বাচিত হন এই সফল ব্যবসায়ী। তরুণ মেধাবী এবং সফল ব্যবসায়ী ও সমাজ সেবক হিসেবে এরইমধ্যে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছেন চাঁদপুরের এই কৃতি সন্তান।
বৃহস্পতিবার বিমানবন্দরের কাস্টমস অ্যাসোসিয়েশন ভবনে স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মিজান-লাভলু-বাশার পরিষদে ছাতা মার্কা এবং শাহাজাহান ফারুক পরিষদে মাছ মার্কায় হাড্ডাহাড্ডি লড়াই হয়। এতে ছাতা মার্কা নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন মো. বেলায়েত হোসেন।
নির্বাচনে জয়লাভের পর বেলায়েত হোসেন সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সামনের দিনগুলোতে কাস্টমস সুবিধা নিশ্চিত করতে এজেন্ট সদস্যদের সবসময় পাশে থাকবেন তিনি।
স্টাফ করেসপন্ডেট,৫ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur