চট্টগ্রামের হয়ে বিপিএল মাতাবেন ফরিদগঞ্জের শামীম

বিপিএল ড্রাফট থেকে দল পেলেন চাঁদপুর ফরিদগঞ্জের সন্তার শামীম হোসেন পাটোয়ারী। আসন্ন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন তিনি।

একই দলে আছেন নাসুম আহমেদ, বেনি হাওয়েল (ইংল্যান্ড), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), উইল জ্যাকস (ইংল্যান্ড), শরীফুল ইসলাম, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম, রেজাউর রহমান, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী ও নাঈম ইসলাম।

ড্রাফট থেকে বিদেশি: চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিত (ওয়েস্ট ইন্ডিজ)।

আরও পড়ুন…  বিশ্বকাপে স্থান পাওয়া ফরিদগঞ্জের শামীমের বাড়িতে আনন্দের বন্যা

আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের। বিপিএলের অষ্টম আসর শুরুর আগে সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টায় শুরু হওয়া এই ড্রাফটের ১০ম ড্রাফট শেষে নিজ নিজ দলের জন্য পছন্দের খেলোয়াড়দের দলে টেনেছেন ৬ দলের কর্মকর্তারা।

ক্রীড়া ডেস্ক, ২৭ ডিসেম্বর ২০২১

Share