মডেল আমব্রিন ও পামেলার প্রাইভেট ভিডিও ফাঁসযাত্রাটা শুরু হয় গত ২০ নভেম্বরের উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে।
এরপর ১৫ ডিসেম্বর অবধি তিনি কাজ করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।
আর বিপিএল শেষ হয়ে যাওয়ার মধ্য দিয়ে তিনি বিদায় বলে দিলেন বাংলাদেশের এই টুর্নামেন্টকে। বলা হচ্ছে ভারতীয় মডেল পামেলা ভুটোরিয়ার কথা। এক ভিডিও বার্তার মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ভক্ত-সমর্থকদের বিদায়ী শুভেচ্ছা জানান পামেলা।
সেখানে ছিলেন বাংলাদেশি অনুষ্ঠান সঞ্চালক আমব্রিনা সাজরিন আমব্রিনও। পামেলা বলেন, ‘গোটা বিপিএলে আমরা দারুণ মজা করেছি। আজই শেষদিন। কাল আমি চলে যাচ্ছি। বিপিএলের বদৌলতেই আমি আমব্রিনের মত একজন বন্ধু পেয়েছি। সবার কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি। ধন্যবাদ বিপিএল, ধন্যবাদ চ্যানেল নাইন। জানিয়ে রাখা ভাল, অনুষ্ঠান সঞ্চালক পামেলা স্টার স্পোর্টসের সাথে দীর্ঘদিন কাজ করেছেন।
পাশাপাশি পামেলা টেলিভিশনে উপস্থাপনার আগে অভিনয় করেছেন বলিউড ও বাংলা ভাষার চলচ্চিত্রে।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন…
নিউজ ডেস্ক ।। আপডেট : ০৫:২৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur