স্পোর্টস ডেস্ক
অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের তৃতীয় আসর। বাংলাদেশের ক্রিকেট লিগের (বিপিএল) চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে বিপিএল। শেষ হবে ২৫ ডিসেম্বর। সোমবার মিরপুরে টুর্নামেন্ট কমিটির সভা শেষে বিষয়টি জানান ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।
২০১২ সালে বিপিএলের প্রথম আসর বসে। প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তারই ধারাবাহিকতায় ২০১৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আসর।
তবে, সে আসরে ফিক্সিং কেলেঙ্কারি ও দেশি-বিদেশি ক্রিকেটারদের বকেয়া পাওনা ফ্র্যাঞ্চাইজিগুলো পরিশোধ না করায় ২০১৪ সালে বিপিএল আয়োজন করা হয়নি। দু`বছরেরও বেশি বিরতি দিয়ে আবারো মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur