তিস্তার পানি বিপদসীমার ১০ সে.মি.ওপর প্রবাহিত

উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে অতিক্রম করেছে। রোববার (২ জুলাই) সকাল ৬টায় জেলার ডিমলা উপজেলার ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১০ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হয়। ওই পয়েন্টে পানির বিপদসীমা ৫২ দশমিক ৪০ সে.মি.।

ডালিয়া পানি উন্নয়ন বোড সূত্র জানায়,উজানে ভারি বর্ষণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে রোববার সকাল ৬টায় তিস্তা সেচ প্রকল্পের ডালিয়া ব্যারাজ পয়েন্ট বিপদসীমার ১০ সে.মি.ওপর দিয়ে প্রবাহিত হয়

নদীর পানি বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার পূর্বছাতনাই,খগাখড়িবাড়ি,টেপাখড়িবাড়ি,খালিশাচাপানী,ঝুনাগাছচাপানী,গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার,গোলমুড়া, ডাউয়াবাড়ি,শৌলমারী ও কৈমারী ইউনিয়নের নদীর তীরবর্তী ১৫ গ্রাম আবারো প্লাবিত হয়েছে।

আগের দিন শনিবার (১ জুলাই ) সকাল ৬ টায় ওই পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে। সে সময়ে ১০ সে.মি.ওপর দিয়ে প্রবাহিত হয়ে বিকেলে পানি কমে বিপদসীমা বরাবরে প্রবাহিত হয়। আজ রোববার সকালে আবারো বিপদসীমা অতিক্রম করে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান বলেন,‘রোববার সকাল ৬টায় নদীর পানি বিদসীমার ১০ সে.মি.ওপর দিয়ে প্রবাহিত হয়।

শনিবার সকাল ৬ টায় বিপদসীমা অতিক্রম করে ১০ সে.মি.দিয়ে প্রবাহিত হয়েছিল। ওই দিন বিকেলে বিপদসীমা বরাবরে প্রবাহিত হলেও রবিবার সকালে পুনরায় বিপদসীমা অতিক্রম করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।’

নিউজ ডেস্ক
:আপডেট,বাংলাদেশ সময় ৫: ৫০ পিএম,২ জুলাই ২০১৭, রোববার
এজি

Share