সুখে-দুঃখে সর্বাবস্থায় আল্লাহর সাহায্য কামনা করা উচিৎ। বিপদ-আপদ যে কোনো সময়ই আসতে পারে। সুতরাং সব সময় বিপদ-আপদ থেকে রক্ষা পেতে এ দোয়াটি পড়া যায়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
উচ্চারণ : আল্লাহুম্মা রাহমাতাকা আরঝু ফালা-তাকিলনি নাফসি তারফাতা আইনিও ওয়া আসলিহ লি শানি কুল্লুহু। লা ইলাহা ইল্লাহ আনতা
অর্থ : হে আল্লাহ আমি তোমার রহমত কামনা করছি। তুমি আমাকে এক মুহূর্তও আমার নিজের ওপর ছেড়ে দিও না। বরং তুমি নিজেই আমার সমস্ত ব্যাপার সঠিক করে দাও। তুমি ব্যক্তি আর কোনো ইলাহ বা বিপদ থেকে রক্ষাকারী নেই। (আবু দাউদ, মুসনাদে আহমাদ)
নিউজ ডেস্ক।। আপডেট : ০৮:০০ এএম, ১৫ ডিসেম্বর ২০১৫, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur