চাঁদপুর সদর উপজেলাধীন ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খানকে স্থানীয় খান বংশের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
৫ মার্চ শুক্রবার বিকেলে লক্ষীপুর গ্রামের ইসমাইল খান বাড়ি প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব সৈয়দ আহম্মেদ রতন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে, ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আপনারা ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে আমাকে বিনা প্রতিদ্বন্দিতায় পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে বিগত সময়ে যেভাবে এলাকার উন্নয়ন করেছি। আগামিতেও আপনাদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করে দিতে চাই। ইউনিয়নের প্রতিটি মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে তা নিশ্চিত করতে আমি কাজ করে যাচ্ছি।
আমার ইউনিয়নে কোন মাদকসেবীর আশ্রয় স্থান হতে দেব না। মাদকের সাথে যারা জড়িত থাকবে এবং তাদেরকে সহযোগিতা করবে সে আমার বংশের কিংবা পরিবারের হলেও তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখব।
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির সহযোগিতায় অত্র ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। আরো অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে।
সভায় এছাড়াও বক্তব্য রাখেন মোঃ মজিবুর রহমান খান ,মোহাম্মদ আলী খান, মোঃ মিজানুর রহমান খান, মোঃ রাশেদ খান মোঃ শাহাদাত খান মোঃ শামীম খান, মোঃ মহিউদ্দিন খান, মোঃ লিটন খান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মোজাম্মেল হক মাসুদ খান ও মোঃ মিজানুর রহমান খান।
সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান এর উদ্যোগ গ্রহণ করেন মোঃ মিজানুর রহমান খান মোঃ জাহাঙ্গীর খান মোঃ মিজানুর রহমান খান (পুরাতন বাড়ি) মোঃ বোরহান খান টেলু।
অনুষ্ঠানের শুরুতে চেয়ারম্যান সেলিম খান কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সোনার একটি নৌকা উপহার দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোঃ মোবারক হোসেন খান।
খান বংশের ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় খান বংশের সকল পর্যায়ের মুরুব্বী ও যুবকরা উপস্থিত ছিলেন।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট,৫ মার্চ ২০২১