জাপানের বিলিওনেয়ার ইয়ুসাকু মায়জাওয়া (৪৫) স্পেস এক্সের একটি ফ্লাইটে চাঁদে যাবেন। তবে একা যেতে চান না তিনি। চাঁদে তার ভ্রমণসঙ্গী হতে তিনি আরও ৮ জনকে আমন্ত্রণ জানিয়েছেন।
বিবিসি অনলাইন আজ বুধবার এ খবর প্রকাশ করেছে। ইয়ুসাকু মায়জাওয়া টুইটারে প্রকাশিত এক ভিডিওতে বলেছেন, আমি চাই সব ক্ষেত্রের মানুষ আমার সঙ্গে যোগ দিক। তিনি আবেদনপত্র জমা দিতে একটি লিঙ্কও শেয়ার করেছেন।
যারা ইয়ুসাকু মায়জাওয়ার সঙ্গে যেতে রাজি হবে তাদের পুরো ভ্রমণের জন্য অর্থ তিনিই দেবেন। ২০২৩ সালে চাঁদে যাওয়ার কথা রয়েছে ইয়ুসাকু মায়জাওয়ার। এ মিশনের নাম দেওয়া হয়েছে ডিয়ার মুন। তিনি আরও বলেন, ‘আমি সব আসন কিনে নিয়েছি। তাই এটি হবে একটি ব্যক্তিগত অভিযান।’
এর আগে চাঁদে ভ্রমণসঙ্গী করে নিতে প্রেমিকা খোঁজার উদ্যোগ নেন তিনি। পরে সে পরিকল্পনা বাদ দেন ইয়ুসাকু মায়জাওয়া।
আন্তজার্তিক ডেস্ক, ০৩ মার্চ,২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur