বিনামূল্যে ফিজিওথেরাপি দিচ্ছে ১০৩ সেবাকেন্দ্র

জাতীয় সংসদে খুলনা-২ আসনের মুহাম্মদ মিজানুর রহমানের এক প্রশ্নের জবাবে মঙ্গলবার (২৬ জুলাই) সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘সারাদেশে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বিনামূল্যে ফিজিওথেরাপি, আকুপেশনাল থেরাপি, অডিওমেট্রি এবং অপটোমেট্রি, কাউন্সেলিংসহ অন্যান্য চিকিৎসাসেবা প্রদানের জন্য ১ শ’ ৩টি প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করা হয়েছে।’

পর্যায়ক্রমে সার দেশের সকল উপজেলায় প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র চালু করার পরিকল্পনা আমাদের রয়েছে। প্রতিবন্ধিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন থেকে ২০০২-০৩ অর্থবছর থেকে শুরু করে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত প্রতিবন্ধিদের কল্যাণে কার্যক্রম পরিচালনা করে ।

এ সকল বেসরকারি সংস্থার মাধ্যমে ঋণ ও অনুদান প্রদান করা হয়েছে। খুলনা জেলায় প্রতিবন্ধি ব্যক্তিদের উন্নয়নের জন্য ১৯টি বেসরকারি সংস্থার মাধ্যমে ২০১৪-১৫ অর্থবছরে ৮ লাখ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১:০০ পিএম, ২৭ জুলাই ২০১৬, বুধবার

ডিএইচ

Share