ফরিদগঞ্জে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ফরিদগঞ্জের রুপসা উত্তর ইউনিয়নে সেন্ট্রাল হাসপাতাল ফরিদগঞ্জ (প্রা:) এর উদ্যোগে গরীব অসহায় রোগীদের জন্যে শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আযোজন করা হয়।

রুপসা আহম্মদীয়া আলিম মাদ্রসায় দিনব্যাপি আয়োজিত চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. কাউসারুল আলম কামরুল।

দিনব্যাপি আয়োজিত এই চিকিৎসা সেবা ক্যাম্পে বিনামূল্যে শত শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক দেলোয়ার হোসেন বেলাল, পরিচালনক মো. শাহাবুদ্দিন, মাহাফুজ এলাহি, প্রেসক্লাব ফরিদগঞ্জের সাধারণ সম্পাদক আতাউর রহমান সোহাগ, ডা. ফয়সাল বিল্লাহ, ডা. মাকসুদুুল হাসান প্রমুখ।

আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ সময় ৪ : ০০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭, শনিবার
এইউ