কচুয়া

কচুয়া সাচারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ

চাঁদপুর কচুয়া উপজেলা সাচার সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা চক্ষু হাসপাতালের পরিচালনায় রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় দু’শতাধিক গরীব অসহায় চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা, ঔষধ বিতরণ করা হয়।

এসময় ১৭জন চক্ষু রোগীকে উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্যে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়।

চিকিৎসা সেবা প্রধান করেন, বিশেষজ্ঞ ডাঃ জালাল উদ্দিন, ডা. রুবেল সরকার ও ডা. জিয়াউর রহমান।

এসময় সাচার সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. সেলিম কবির, পরিচালক সদস্য আব্দুর রশিদ মিয়াজী, মিন্নত আলী তালুকদার মিনু, ডা. সামসুদ্দোহা, ছিদ্দিকুর রহমান, ডা. সিরাজুল ইসলাম, মো. সোহাগ খানসহ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার, নার্স ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, কচুয়া
: আপডেট, বাংলাদেশ ১০ : ০০ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ রোববার
এইউ

Share