চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগের ২২ জন বিদ্রোহী প্রার্থীদের বহিস্কার করা হয়েছে। এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৩ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকে আজীবন বহিষ্কার করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ।
২৫ ডিসেম্বর শনিবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বহিস্কৃত নেতারা হলেন, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর- রশিদ, ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির খান বাবু, ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন মিন্টু, ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার, ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বুলবুল আহাম্মেদ, ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তোফায়েল ইসলাম পাটওয়ারী, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সর্দার, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. শাহ্ আলম, এমরান হোসেন মিলন।
১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, এমরান হোসেন ভূঁইয়া, ১১ নং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নূরে আলম পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সদস্য নূরনবী জমাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান স্বপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসান আব্দুল হাই, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছার উল আলম কামরুল, আ’লীগ নেতা নূরের রহমান সুমন, ১৬ নং রুপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অহিদুর রহমান, আব্দুল কাদের খোকন, সাবেক সদস্য উপজেলা যুবলীগ জহিরুল ইসলাম।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৫ ডিসেম্বর ২০২১