চাঁদপুর শহরজুড়ে সকাল ৬ টা থেকে ১০ টায় এবং কিছু এলাকায় ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ২১ মঙ্গলবার বিদ্যুৎ সরবরাহ সাময়িক ভাবে বন্ধ থাকবে।
বিদ্যু বিভাগের কর্মকর্তা মো. নজরুল ইসলাম টেলিফোনে চাঁদপুর টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মেরামত কাজের ওপর নির্ভর করে এ সময়ের তারতম্য কম-বেশি হতে পারে বলেও তিনি জানিয়েছেন।
বিদ্যুৎ অফিস সূত্রে জানাযায়, বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের আওতাধীন লোকাল ফিডার ও বিপনিবাগ ফিডারের কিছু এলাকা, জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউজ, জেলা জজ আদালত, প্রফেসর পাড়া, মোল্লাবাড়ী রোড, মাঝি বাড়ী, বিপনীবাগ বাজার, নাজির পাড়া ইত্যাদি এলাকায় জরুরী লাইন মেরামত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে।
সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন, নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ চাঁদপুর।
সিনিয়র করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur