চাঁদপুর

বিদ্যুৎ শ্রমিক লীগ ঐক্য পরিষদের কর্মবিরতি ও বিক্ষোভ

জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (সিবিএ) জেলা শাখা কর্মকর্তা ও কর্মচারি যৌথ ঐক্য পরিষদের আয়োজনে গেট সভা, কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল মঙ্গলবার (০২ আগস্ট) সকালে নতুন বাজার বিদ্যুৎ কার্যালয়ের গেটে অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর হাতে গড়া জাতীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানির হাতে তুলে না দেয়ার দাবিতে বিক্ষোভ সভায় সভাপতিত্ত্ব করেন নির্বহি প্রকৌশলী আফম মোস্তাফিজুর রহমান।

সিবিএর চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন উপ বিভাগীয় প্রকৌশলী ইসমাইল মিয়া, কর্মকর্তা উপ-সহকারি প্রকৌশলী আমান উল্ল্যাহ, সহকারী প্রকৌশলী শাহদাত হোসেন, আমিনুল ইসলাম, সিবিএর চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. ইসমাইল হোসেন, সিবিএ নেতা মো. মেজবাহ উদ্দিন, নজরুল ইসলাম, কাজী মোস্তাক, মামুন গাজী, আব্দুল আউয়াল মজুমদার, মহিউদ্দিন জিলানী, আবু নাছের, মোস্তফা কামাল ভূঁইয়া, আবুল বাশার, আলমগীর হোসেন।

২ ঘন্টা কর্ম বিরতি চলা কালিন সময়ে বিক্ষোভ মিছিল, গেট সভা করেন শ্রমিক সংগঠনের সদস্যরা।

এসময় বক্তরা বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। আমাদের দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।’

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
Share