বিশেষ সংবাদ

বিদ্যুৎ বিল ইংরেজির পরিবর্তে বাংলার দাবিতে অবস্থান কর্মসূচি

ইংরেজির পরিবর্তে বিদ্যুৎ বিল বাংলায় করার দাবিতে নীলফামারীতে একক অবস্থান কর্মসূচি পালন করেছেন আইয়ুব আলী নামের এক ব্যক্তি।

সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই অবস্থান কমসূচি পালন করেন তিনি। এসময় দুপুর একটা পর্যন্ত সেখানে অবস্থান করেন তিনি।

‘ভাষার মাসে গণমানুষের প্রাণের দাবি বিদ্যুৎ বিল ইংরেজী ভাষার পরিবর্তে বাংলা ভাষায় করতে হবে’ দাবি সম্বলিত ব্যানারের সামনে বসে একক দাবি জানান তিনি।

এসময় তিনি বলেন, একটি রিটের প্রেক্ষিতে ২০১৪ সালের ১৫ মে থেকে সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহারের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। এছাড়া ২০১৮ সালের ৩০ আগস্ট বিদ্যুৎ বিল বাংলায় প্রস্তুত করতে অফিস আদেশ জারি করা হলেও আজও ইংরেজী ভাষায় বিদ্যুৎ বিল প্রস্তুত করা হচ্ছে। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান এটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

বার্তা কক্ষ, ২৪ ফেব্রুয়ারি ২০২০

Share