আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর শহরে বেশিরভাগ এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়েছে ।বিদ্যুৎ বিক্রয় ও বিপণন বিভাগের এক দপ্তারাদেশে এ তথ্য জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ভূঁইয়া।
চাঁদপুর ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ৩৩ কেভি বাস সেকশন-এর বার্ষিক মেরামত ও সংরক্ষণ সংক্রান্ত জরুরি কাজের জন্যে বাস সেকশন-১-এর আওতাধীন অত্র দপ্তরের নতুন বাজার বালুর মাঠস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি নতুন বাজার, কোল্ডস্টোর, লোকাল, সিএসডি, বিপণীবাগ, ষোলঘর, বাবুরহাট, ৩৩ কেভি মেঘনা ফিডার আজ (০৭ ডিসেম্বর) শনিবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চাঁদপুর এর উল্লিখিত ফিডারের আওতাধীন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, নতুন বাজার, কালীবাড়ি, চিত্রলেখা, ছায়াবাণী, বিপনীবাগ, বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয়, বড় স্টেশন, লঞ্চঘাট, পালবাজার, পুলিশ সুপারের কার্যালয়, ওয়্যারলেস, ফিশারী গেইট ইত্যাদি বিউবো’র আওতাধীন এলাকায় উল্লিখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নিজস্ব প্রতিবেদক, ৭ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur