কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু বলেছেন, বিদ্যুৎ ছিল এক সময় সোনার হরিণ। কিন্তু বিদ্যুতের আলো এখন সবার ঘরে ঘরে। বিদ্যুৎ পাওয়ার জন্য গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হতো। বর্তমান আওয়ামী লীগ সরকার আমলে আবেদনের সাথে সাথেই বিদ্যুৎ সংযোগ পাচ্ছে গ্রাহকরা।
বুধবার (১ মার্চ) বেলা ১১ টায় উদ্দমদী আল-আমিন এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে মতলব দক্ষিণ উপজেলার উত্তর বারগাঁও, নাউজান, বারগাঁও, টেমাইলাক, উদ্দমদী ও দক্ষিণ বারগাঁও গ্রামের বিদ্যুতায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, যে সমস্ত বাড়িতে এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি চলতি বছরের মধ্যেই প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্যাস, বিদ্যুৎ, পানি, শিক্ষা, বেকারত্বদের কর্মসংস্থানের ব্যবস্থা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীভাতাসহ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
মতলব পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, মতলব পৌরসভার মেয়ার আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী যুুবলীগের আহ্বায়ক জহির সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, চাঁদপুর জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. আল-আমিন ফরাজী, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি মতলব দক্ষিণ জোনাল অফিসের ডিজিএস মো. মোখলেছুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মিনহাজ উদ্দিন খান, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, পৌরসভার প্যানেল মেয়র আবুল বাসার পারভেজ মিয়াজী, মহিলা আওয়ামী লীগ নেত্রী আছমা আক্তার আঁখি, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হোসাইন মোহাম্মদ কচি, কতামজীদ সরকার রিয়াজ, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আশ্রাফুল ইসলাম, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মাঈনুদ্দিন রানা, সিনিয়ন যুগ্ম- আহ্বায়ক মামুন হোসেন আকাশ, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কামাল দেওয়ানসহ প্রমুখ।
প্রতিবেদক-মাহফুজ মল্লিক
।। আপডটে,বাংলাদশে সময় ০৯ : ৫৪ পিএম, ০১ মার্চ ২০১৭ বুধবার
এইউ