জাতীয়

১০ বছরে বিদ্যুৎ খাতে ভর্তুকি ৫২ হাজার কোটি টাকা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, সরকার বিদ্যুৎ খাতে ১০ বছরে ৫২ হাজার ২৬০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

মঙ্গলবার ১৮ ফেব্রুযারি জাতীয় সংসদে সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

নসরুল হামিদ বলেন, ‘ সরকারি ও বেসরকারি উভয় খাতে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় ফার্নেস অয়েলভিত্তিক গড়ে ১৩-১৪ টাকা, ডিজেলভিত্তিক ২৫-৩০ টাকা, গ্যাসভিত্তিক ২.৫০ -৩ টাকা। এর বিপরীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বাল্ক পর্যায়ে সরবরাহ ব্যয় প্রতি ইউনিট ৫ দশমিক ৮২ টাকা এবং বাল্ক পর্যায়ে গড় বিক্রয় মূল্য ৪ দশমিক ৮০ টাকা।

জাতীয় পার্টির ফখরুল ইমামের প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, ঢাকা মহানগর, ঢাকা জেলা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরে গ্যাসের অবৈধ বিতরণ লাইনের পরিমাণ ২ লাখ ৪৪ হাজার ৭৬০ মিটার। এ জেলাগুলোয় অবৈধ বিতরণ লাইনের উৎসমুখ চিহ্নিত স্পট ১২১টি।

বিচ্ছিন্নকৃত অবৈধ বিতরণ পাইপলাইনের দৈর্ঘ্য ২ হাজার ৫৮৫ কি.মি, বিচ্ছিন্নকৃত গ্যাস বার্নারের সংখ্যা ১২ লাখ ৪৯ হাজার ৯০০টি। ২০১৬-২০১৭ সাল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ১ কোটি ২৫ লাখ ৭৬ হাজার টাকা আদায় করা হয়েছে।

সংসদ সদস্য মো.হাবিবর রহমানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে ২০২০ সালের ১ জানুয়ারি পর্যন্ত উত্তোলনযোগ্য মজুদ গ্যাসের পরিমাণ ১০ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট।

বিদ্যমান গ্যাসক্ষেত্র হতে বর্তমানে দৈনিক গড়ে ২,৫৭০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করা হচ্ছে। এ হারে গ্যাস উৎপাদন অব্যাহত থাকলে বিদ্যমান মজুদ দিয়ে আগামি ২০৩০ সাল পর্যন্ত গ্রাহকদের সরবরাহ করা সম্ভব হবে।

ঢাকা ব্যুরো চীফ , ১৯ ফেব্রুয়ারি ২০২০

Share