ঝিনাইদহ সদর উপজেলার হুদাবাকড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়জার মন্ডল (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফয়জার মন্ডল উপজেলার হুদাবাকড়ি গ্রামে মংলা মণ্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, বিকেলে মাঠে সেচের জন্য গভীর নলকূপের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ফয়জার মন্ডল।
এ অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/TAREQ.jpg” ] প্রতিবেদক- জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ করেসপন্ডেন্ট [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur