মতলব দক্ষিণ

মতলব কাশিমপুর গ্রামে বিদ্যুত সংযোগ উদ্বোধন

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় কাশিমপুর গ্রামের ২৬৮টি বিদ্যুত সংযোগ শনিবার (১৩ মে) বিকেল ৪টায় উদ্বোধন করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া)এর নির্দেশে এ বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন করেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবু সুফিয়ান বিল্লাল হোসেনর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মতলব দক্ষিণ জোনাল অফিসের এজিএম মোসলেহ উদ্দিন, মতলব পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক গোলাম হায়দার মোল্লা, নারায়নপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সফিউল্লাহ খান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক চন্দ্র দাস।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সোসাইটি মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি রোটা. মাহফুজ মল্লিক, পল্লী বিদ্যুতের ওয়ারীং পরিদর্শক মো. দেলোয়ার হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিন, দুলাল মিয়া, নাসির উদ্দিন, আব্দুল মতিন প্রমুখ।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক বেলাল হোসেন। আলোচনা শেষে সুইচ টিপে কাশিমপুর গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়।

প্রতিবেদক-মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
আপডেট, বাংলাদেশ সময় ১০ : ১১ পিএম, ১৩ মে ২০১৭, শনিবার
এইউ

Share