চাঁদপুর

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাঁদপুর শহর জামায়াতের বিক্ষোভ

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবিতে চাঁদপুর শহরে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। দেশব্যাপি এই কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৬ নভেম্বর) সকালে চাঁদপুরে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ পালিত হয়।

চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের ছায়াবানী চত্তর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে চিত্রলেখা চত্তরে গিয়ে শেষ হয়। এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষষ্ঠিত হয়। এতে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে চাঁদপুর শহর জামায়াত ও শহর শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের তীব্র কষাঘাতে মধ্যবিত্ত ও দরিদ্র জনগণের এমনিতেই নাভিশ্বাস উঠেছে। তার উপর আবার বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়ে সরকার জনগণের উপর বোঝার উপর শাকের আটি চাপিয়ে দিয়েছে। বিদ্যুতের মূল্য বাড়ানোর ফলে নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বাসা ভাড়া আরো বাড়বে এবং কৃষি ও শিল্প খাতে বিরূপ প্রভাব পড়বে। ফলে দেশের উৎপাদন ব্যাহত হবে। আওয়ামী লীগ সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে বিশ্ব রেকর্ড করে ফেলেছে। ফলে মধ্যবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীর জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। কিন্তু দেশপ্রেমী জনতা সরকারের এ গণবিরোধী ও অযৌক্তিক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না। হঠকারিতা পরিহার করে অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

বক্তারা আরো বলেন, ভোক্তা জনগণের মতামত উপেক্ষা করে সরকার ইউনিট প্রতি বিদ্যুতের মূল্য গড়ে ৩৫ পয়সা বা গড়ে শতকরা ৫.০৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর করার যে ঘোষণা দিয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক।

বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত মোট ৮ বার বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছে। যেখানে আন্তর্জাতিক বাজারে জ্বালারি তেলের দাম কমছে সেখানে বিদ্যুতের মূল্য বৃদ্ধির কোন যুক্তি নেই। মধ্যবিত্ত ও দরিদ্র জনগণকে অর্থনৈতিকভাবে শোষণ করার জন্যই সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে দল-মত নির্বিশেষে সার্বিক সহযোগিতা ও সফল করার জন্য চাঁদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিক্ষোভ সমাবেশের সমাপ্ত করেন।

প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ ০৭ : ০৩ পিএম, ২৬ নভেম্বর, ২০১৭ রোববারstrong>
ডিএইচ

Share