পল্লী বিদ্যুতের অব্যাহত লোডশেডিং এর প্রতিবাদে বিদ্যুতের দাবি নিয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জের মকিমাবাদ এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে জনতা।
রোববার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে পৌর বাস টার্মিনালের সামনে সড়কের দুইশ গজ জুড়ে টায়ার জ্বালিয়ে রাখলে দুই পাশের শত শত যানবাহন আটকা পড়তে দেখা যায়।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিক্ষোভকারিদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ গত কয়েকদিনে পল্লী বিদ্যুৎ সমিতি আমাদের এলাকায় গড়ে বিদ্যুৎ দিচ্ছে ৩-৪ ঘণ্টা। অসহনীয় গরমে তাদের জীবনযাত্রা অতিষ্ট হয়ে পড়েছে। সেই সাথে ছেলে মেয়েদের পড়াশুনাসহ ব্যবসা বাণিজ্যে চরম ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। তারা অতিষ্ঠ হয়ে এমন প্রতিবাদের সিদ্ধান্ত নেয়।
এ ব্যাপারে পুলিশের হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বলাই দেবনাথ চাঁদপুর টাইমসকে বলেন, ‘তারা অন্যায়ভাবে সড়কের উপর টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে দুই পাশের যানবাহন আটক করে যাত্রী সাধারণের চরম ভোগান্তিতে ফেলেছে।’
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম চাঁদপুর টাইমসকে বলেন, ‘এভাবে সড়ক অবরোধ করে যানবাহন আটক রাখতে পারে না। তাদের দাবি পল্লী বিদ্যুৎ অফিস কিংবা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগের মাধ্যমে অভিযোগ দিতে পারে।’
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
আপডেট, বাংলাদেশ সময় ৩: ৩০ এএম, ২২ মে ২০১৭, সোমবার
ডিএইচ