বিদেশে যাওয়ার সময় বা বিদেশে অবস্থানকালীন কোনো বিপদে বা জটিলতায় পড়লে ০২৯ ৫৫ ০২ ২০ এই নম্বরে জানানোর আহবান জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়।
সম্প্রতি এক প্রজ্ঞাপনে পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, যে সকল বাংলাদেশি বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন অথবা যারা ইতোমধ্যে বিদেশে অবস্থান করছেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিদেশ ভ্রমণ করতে যাওয়ার সময় বা বিদেশে অবস্থানকালীন সময় যে কোনো জটিলতা এবং সমস্যার কথা সরাসরি পররাষ্ট্রমন্ত্রণালয়ে জানিয়ে দ্রুত সমস্যার সমাধান নিতে পারবে।
এজন্য তারা ০২ ৯৫৫০২২০ এই নম্বরে ফোন করে জানাতে পারবেন অথবা ০১৭৫২ ৫৯৫৬০৫ এই নম্বরে ফোন করে সমস্যার দ্রুত সমাধান নিতে পারবে।
এছাড়াও ০২ ৯৩৪৭৫১৪ এই নম্বরে ফ্যাক্স করতে পারবেন এবং secretaymofa.gov.bd@gmail.com এই ঠিকানাই ইমেইল করতে পারবেন।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৮ : ৫৬ পিএম, ২৮ জুন ২০১৭, বুধবার strong>
এইউ