শরীফুল ইসলাম, চাঁদপুর | আপডেট: ০৭:১৫ অপরাহ্ণ, ১২ সেপ্টেম্বর ২০১৫, শনিবার
জেলা পর্যায়ে “নিরাপদ অভিযান নিশ্চিতকরণে আমাদের করণীয়” শীর্ষক অবহিতকরণ কর্মশালা শনিবার সকালে চাঁদপুর জেলা সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাকের আয়োজনে সেফ মাইগ্রেশন ফর বাংলাদেশী ওয়ার্কার্স প্রজেক্টে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
এ সময় তিনি বলেন, “যারা বিদেশে যেতে চান, তারা অবশ্যই সরকারের সুবিধাবলী জানা দরকার। আমি এই প্রকল্প নিয়ে দীর্ঘদিন কাজ করেছি তাই এ সম্পর্কে আমার অভিজ্ঞতা রয়েছে। আপনারা বিদেশে যাওয়ার পূর্বেই ঠিক করতে হবে সেখানে গিয়ে কী চাকরি করবেন। আমরা দেখছি প্রবাসে যার কেউ নেই সেই দালালদের হাতে প্রতারিত হচ্ছে। অধিকাংশ জেলার মানুষ কাজ নির্বাচন না করার কারণে প্রতারিত হচ্ছে। আপনাকে কাজ বিবেচিত করতে হবে, নাহলে আপনিও প্রতারিত হতে পারেন। যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দালালদের মাধ্যমে সেই সিন্ডিকেটকে ধরিয়ে দিতে হলে আপনাকে অভিযোগ ও মামলা দায়ের করতে হবে। আইনী সহায়তা না নিলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। আমি ব্র্যাক কর্মকর্তাদের বলবো, যারা ক্ষাতগ্রস্ত হচ্ছে আপনারা তাদের আইনি সহায়তা প্রদান করুন। আপনাদের সাথে জেলা প্রশাসন সহায়তা করবে।”
চাঁদপুর শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লালের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাাফুজ্জান, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম, ব্র্যাক প্রধান কার্যালয়ের ফিল্ড কো-অডিনেটর আবুল হাসনাত মো. মঞ্জুরুল ইসলাম, সেফ মাইগ্রেশন প্রতিনিধি ইমাম উদ্দিন, ব্র্যাক প্রতিনিধি ফারুক আহমেদ।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫