Home / চাঁদপুর / চাঁদপুরে চালু হচ্ছে বিদেশগামীদের ফিঙ্গার প্রিন্ট কার্যক্রম
Fingerprint

চাঁদপুরে চালু হচ্ছে বিদেশগামীদের ফিঙ্গার প্রিন্ট কার্যক্রম

চাঁদপুরে চালু হয়েছে বিদেশগামী কর্মীদের জন্য আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) কার্যক্রম। চাঁদপুর থেকে বিদেশে যাওয়ার প্রত্যাশীরা এখন চাঁদপুরেই ফিঙ্গার প্রিন্ট কার্যক্রমে অংশ নিতে পারছেন।

এরইমধ্যে এ কার্যক্রমটি ছিলো রাজধানী ঢাকায়, পরবর্তীতে বৃহত্তম কুমিল্লা জেলার বাসিন্দাদের জন্যে এটি কুমিল্লায় চলে আসছিলো।

এ ধারাবাহিকতায় চাঁদপুর কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানি ব্যুরো আগামি অক্টোবর থেকে এ ব্যবস্থা চাঁদপুরেই চালু হতে যাচ্ছে।

শুধুমাত্র এ কার্যক্রম বাস্তবায়নে কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানি ব্যুরো চাঁদপুর স্টেডিয়ামের পশ্চিম পাশ সংলগ্ন একটি ভবনে বড় আকারের অফিস নিয়েছেন। এ ব্যাপারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সার্ভার স্টেশন স্থাপনের কাজ পরীক্ষা-নিরিক্ষা চলছে।

চাঁদপুর কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানি ব্যুরোর সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার চাঁদপুর টাইমসকে জানান, বর্তমান সরকারের সকল সেক্টরের সেবা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে এটিও একটি কার্যক্রম। এখন আর সময় ও অর্থ ব্যয় করে এবং অযথা হয়রানী না হয়ে ফিঙ্গার প্রিন্ট কার্যক্রম চাঁদপুরেই সম্পন্ন হবে।’

প্রতিবেদক : আবদুল গনি /strong>
: আপডেট, বাংলাদেশ ০৮ : ১১ পিএম, ১ সেপ্টম্বর ২০১৭, শুক্রবার
এইউ

Leave a Reply