চাঁদপুর সদর শাহমাহমুদপুর ইউনিয়নে পাইকদী গ্রামে রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের করুন মৃত্যু হয়েছে।
নিহত যুবক উপজেলার শাহমাহমুদপুর পাইকদী গ্রামের ইউনুছ পাটওয়ারীর ছেলে মুকবুল হোসেন (২৫)। সে পেশায় ফার্নিসার মিস্ত্রি। ঢাকা একটি ফার্নিসারের দোকানে কাজ করতো।
নিহতের বড় ভাই হোসেন পাটওয়ারী জানান, নিজ ঘরের সুইচ বোর্ডে মোবাইল সার্জ দিতে গেলে বিদ্যুৎস্পষ্ট হয়ে গুরুতর আহত হয়। উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পূর্বেই মুকবুলের মৃত্যু হয়েছে।
প্রতিবেদক-কবির হোসেন মিজি
।। আপডটে, বাংলাদশে সময় ১০ : ১৫ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭ রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur